তিনবার পাল্টি খেয়ে পাশের চাষের জমিতে ঢুকে পড়ে গাড়ি। মোট ৬জন ছিলেন গাড়িতে।
#কলকাতা: বালিকা বধূ ধারাবাহিক খ্যাত অদ্রিজা মুখোপাধ্যায়কে ভয়ানক দুর্ঘটনার কবলে পড়তে হয় । কয়েক দিন আগেই মারা গিয়েছেন তার দাদু। আজ ছিল শ্রাদ্ধ। সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য বাবা মায়ের সঙ্গে বেরিয়ে পড়ে অদ্রিজা। ছোট্ট অদ্রিজার বয়স মাত্র ১৩। কলকাতা থেকে কালনা যাওয়ার পথে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা।
বাড়ির সকলের সঙ্গে গাড়িতে করেই যাচ্ছিল এই খুদে শিল্পী। সোমড়া বাজারের কাছে হঠাৎ তাঁদের গাড়ির চাকা গাড্ডায় পড়ে যায়। বিপদ বুঝে ড্রাইভার সামলাতে চেষ্টা করেন আর তাতেই ঘটে যায় বিপত্তি। দু থেকে তিনবার পাল্টি খেয়ে পাশের চাষের জমিতে ঢুকে পড়ে গাড়ি। মোট ৬জন ছিলেন গাড়িতে। সকলেই আহত। অদ্রিজার মুখে গাড়ির কাঁচ ভেঙে ঢুকে যায়। অদ্রিজার বাবা মা গুরুতর আহত হন। সকলকে নিয়ে যাওয়া হচ্ছে CMRI-তে। সেখানেই চিকিৎসা হবে সকলের। আজ সকাল সাড়ে ১১টা নাগাদ এই ঘটনা ঘটে যায়।
ARUNIMA DEY