#মুম্বই: ৩৯ বছরে পা দিলেন অভিনেতা করণ সিং গ্রোভার । আর সেই উপলক্ষ্যে মালদ্বীপে পাড়ি দিলেন ‘মাংকি লভার’ । হ্যাঁ, দু’জন দু’জনকে এই নামেই ডাকেন বিপাশা আর করণ । আর দু’জনের প্রেমের রযাশনটা যে কতটা মাখোমাখো তা সকলেই জানেন । বিয়ের চার বছর পরেও বিপাশা আর করণ একইরকম ভাবে একে অপরের মধ্যে মিশে থাকেন । তাঁদের ভালবাসার প্রতিটি মুহূর্তই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় । দু’জনের বয়সের ফারাক থাকলেও তা তুচ্ছ হয়ে গিয়েছে প্রেমের কাছে ।
করণের জন্মদিনটাকে আরও সুন্দর আরও স্মৃতিমেদুর করে রাখতে দু’জনে ছুটি কাটাতে উড়ে গিয়েছেন মালদ্বীপের সমুদ্রের বিচে । কাচের মতো স্বচ্ছ নীল জলরাশি, বিলাসবহুল হোটেল, জমিয়ে খানাপিনা আর তার সঙ্গে বার্থ ডে সেলিব্রেশন…সব মিলিয়ে জমে গেল গোটা ব্যাপারটাই ।
২০১৫ সালে ‘অ্যালোন’ নামের একটি ছবি করার সময় বঙ্গকন্যার মন গলেছিল করণের জন্য । এক বছর চুটিয়ে প্রেম । তারপর ২০১৬ সালে ধূমধাম করে বিয়ে হয়ে যায় বিপাশা-করণের । বাঙালি মতে সেই বিয়ের পর মুম্বইতে বলি-সেলেবদের নিয়ে হয়েছিল গ্র্যান্ড রিসেপশন পার্টি । বর্তমানে একসঙ্গে একটি ওয়েব সিরিজ করছেন বিপাশা-করণ ।