তাঁর অভিনয়, তাঁর কথা বলার ধরনে প্রায় সময়েই মজেছেন বহু মানুষ।
#মুম্বই: জনপ্রিয় ধারাবাহিক তারক মেহতা কা উল্টা চশমার (Taarak Mehta Ka Ooltah Chashmah0 অনেক চরিত্রই সাড়া জাগিয়েছে দর্শকদের মনে। তার মধ্যে তপু, জেঠালাল, চম্পক চাচা যেমন রয়েছে, রয়েছে ববিতা জি’ও। তাঁর অভিনয়, তাঁর কথা বলার ধরনে প্রায় সময়েই মজেছেন বহু মানুষ। আর তাঁর অনুরাগীর সংখ্যাও হাতে গোনা নয়। কিন্তু একটা কাজেই এত খ্যাতি, এত অনুরাগী কী ভাবে পেলেন ববিতা জি ওরফে মুনমুন দত্ত (Mun Mun Dutta)? সেই সিক্রেটই এবার শেয়ার করলেন তিনি।
ববিতা জি’র চরিত্রে অভিনয় করতে গিয়ে কেমন ভাবে যেন এই চরিত্রের সঙ্গে মিলেমিশে গিয়েছেন মুন মুন। চরিত্র ফুটিয়ে তুলতে নিজেকে দর্শকদের সামনে যে ভাবে মেলে ধরেছেন তিনি, তা অনেকেরই ভালো লেগেছে এবং যার ফলে তিনি এতটা জনপ্রিয়। শুধু কোনও একটা প্রজন্ম নয়, খোদ মুন মুনের কথায়, তাঁর ববিতা জি’র চরিত্র যে কোনও বয়সের ছেলেদের কাছেই খুব জনপ্রিয়। আর এই প্রসঙ্গেই অভিনেত্রীর বিস্ফোরক মন্তব্য- ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তিনি জানেন যে সব পুরুষদেরই শেষ পর্যন্ত দাবিটা কী!
তার কারণ হিসেবে মুনমুন জানিয়েছেন, অল্প বয়সের ছেলেরা ভাবেন যে তাঁদের মুনমুনের মতো বান্ধবী হলে ভালো হয়। এ ব্যাপারে যে বেশি বয়সের বিবাহিত পুরুষরাও কম যান না, সেটাও জানিয়েছেন তিনি। তাঁর কাছে একাধিকবার এমন সব প্রস্তাব এসেছে! তিনি এটাও জানান যে, এই কথা তিনি নিজের অভিজ্ঞতা থেকেই বলছেন।
তারক মেহতা কা উল্টা চশমা ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় একটা অনুষ্ঠান। যা আট থেকে আশি প্রায় সকলেই দেখে থাকে। হাসি, মজা ও হিউমারে মেশানো এই অনুষ্ঠান শুরু হয় গুজরাতের এক কলামনিস্ট তারক মেহতার লেখা থেকে। যা গুজরাতের ম্যাগাজিন চিত্রলেখায় বের হত। ২০০৮ সালে প্রথম এই অনুষ্ঠান সম্প্রচার করা হয়।
লকডাউনে পুরোটা সময় এর শ্যুটিং বন্ধ ছিল। পরে এই অনুষ্ঠান শিরোনামে উঠে আসে তপুর চরিত্র থেকে ভব্য গান্ধিকে (Bhavya Gandhi) বাদ দেওয়া নিয়ে। তাঁর অপেশাদার আচরণের জন্যই তাঁকে বাদ দেওয়া হয় বলে জানা যায়। যদিও, এই অভিযোগ অস্বীকার করেন অপু এবং জানিয়ে দেন- যে যা বলুক, তিনি এই বিষয়ে কিছু বলতে চান না। তিনি এটাও জানিয়েছেন যে, কে কী বলল, তাতে তাঁর কিছু এসে যায় না!